‘আমি কখনো চুমু খাইনি ঘনিষ্ঠ দৃশ্য তো দূরের কথা’… অনস্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুল খুললেন ছোটপর্দার বিদ্যা ওরফে স্বস্তিকা

স্বস্তিকা

নায়িকা মানেই পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করতে হয়, এমনটাই মনে করে থাকেন অনেকে। আবার এরকম কিছু অভিনেত্রীরা রয়েছেন যারা এই ধারণাকে বিশ্বাস করেন না। এবার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়েই মুখ খুললেন ছোটপর্দার বিদ্যা ব্যানার্জি ওরফে অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয়তার দৌড়ে নিজের সীমারেখা নিজেই তৈরি করেছেন আর নিয়ে স্বস্তিকার কোনও আপস নেই। ছোটপর্দা হোক বা বড়পর্দা, বর্তমানে চরিত্রকে গুরুত্ব দেন, দৃশ্যকে নয়। একটি চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন তিনি। তাই তো দীর্ঘ ৮ বছর পর ছোটপর্দায় ফিরে তাকে প্রমাণ দিতে হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আমি এখনও পর্যন্ত অনস্ক্রিন চুমু খাইনি। আমি আমার কাজের প্রথম দিন থেকেই এই ব্যাপারটা নিয়ে খুব পরিষ্কার ছিলাম। পরিচালকদের প্রথম থেকেই বলে রাখি যে আমি কোনওভাবেই চুমু খাব না। খুব প্রয়োজন হলে তবেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করব। তবে সে ক্ষেত্রেও এমন ভাবে শর্ট নেওয়া হয় যাতে মনে হয় নায়ক নায়িকা ঘনিষ্ঠ ভাবে রয়েছেন কিন্তু আদতে ততটাও ঘনিষ্ঠ হই না আমি।  এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত। আমার মনে হয় আমি এখনও রেডি নই এক্ষেত্রে। তাই পরিচালকদের বলাই থাকে যে আমি এমন কোনও দৃশ্যে অভিনয় করব না যেখানে চুমু খেতে হবে।”