‘ও তো বাচ্চা বউ’! ‘দিদি নং ১’ মঞ্চে স্ত্রী শ্রুতিকে নিয়ে সিক্রেট ফাঁস করল স্বর্ণেন্দু, অবাক রচনা

দিদি নং ১

শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার 2023 সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। শ্রুতি তার প্রথম ধারাবাহিকের পরিচালকের প্রেমের পড়েছিলেন। যাদের মধ্যে বয়সের ফারাক প্রায় ১৪ বছর। চার বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেন তারা।

বিয়ের পর এই প্রথমবার স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে ‘দিদি নং ১’ মঞ্চে খেলতে এলেন ‘রাঙা বউ’-এর নায়িকা। এদিন রচনা স্বর্ণেন্দুকে জিজ্ঞেস করেছিল শ্রুতি একজন স্ত্রী হিসেবে কেমন? উত্তরে পরিচালক জানান, “ছোট”! ‘আমি ওকে বলি বাচ্চা বউ। ছেলেমানুষি এখনও যায়নি। আমি বলি যে সবকিছু ধীরে ধীরে ঘটে কারণ লোকেরা একসাথে সমস্যা এবং সাফল্য অনুভব করে। যখন আমরা একসাথে থাকি, আমরা একে অপরকে শেখাই। ও আমাকে সঞ্চয়ের গুরুত্ব শিখিয়েছেন। ও আমাকে শিখিয়েছে কালকের জন্য ভাবতে হয়। জরুরী অবস্থার জন্য সঞ্চয়ের প্রয়োজন।”

স্বর্ণেন্দু মুখে একথা শুনে রচনা বলে। “যে এইধরনের কথা বলে সে কি করে বাচ্চা হয়।?” অভিনেত্রীর প্রশ্নে সমর্থন জানায় শ্রুতি। রচনা শ্রুতিকে জিজ্ঞেস করে, ‘বরের কোনও বাতিক আছে কিনা।?’ উত্তরে শ্রুতি জানায়, ‘কুসংস্কার’।

স্বর্ণেন্দু বলে, “আমি যদি কোনও জামা পড়ে বেরাই আর সেই দিনটা যদি খুব খারাপ যায় তাহলে সেই জামাটা আর পড়ি না।” এরপর শ্রুতি জানায়, ” কদিন আগেও ওর চুলে পনিটেল ছিল। এখন বদলে ফেলেছে। ওটা নাকি ওর জন্য শুভ না।’

এদিন দম্পতি জানায়, তাদের মধ্যে রোজ ঝগড়া হয়। স্বর্ণেন্দু বিশ্বাস করে, ‘ঝগড়া না হওয়া মানে, ভালোবাসা নেই।’