অভিনেত্রী থেকে এবার নেত্রী! ফের নতুন চরিত্রে পর্দায় ফিরছেন স্বাগতা মুখোপাধ্যায়

স্বাগতা মুখোপাধ্যায়

অভিনয় জগত থেকে রাজনীতির ময়দানে নেত্রী হতে অনেককেই দেখা গেছে। কিন্তু এবার পালা অভিনেত্রী থেকে নেত্রী হবার। অভিনেত্রী থেকে নেত্রী হতে চলেছেন স্বাগতা মুখোপাধ্যায়। এই মুহূর্তে সান বাংলার পুতুল টিটিপি ধারাবাহিকে অভিনয় করছেন স্বাগতা।

উইন্ডোস প্রোডাকশন হাউজ প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ ২’-এ একজন নেত্রীর ভূমিকায় দেখা যেতে চলেছে স্বাগতা মুখোপাধ্যায় কে। আসছে পুজোতেই অভিনেত্রীর নয়া লুক দেখতে পাবেন দর্শক।

এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে স্বাগতা বলেন, ‘প্রথমবার উইন্ডোস প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ, দারুণ অভিজ্ঞতা। খুব ভালভাবে পুরো কাজটা হয়েছে। এই ছবিতে আমি একজন বিরোধী নেত্রী মেহেরুন্নিসার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের লুক মারাত্মক।’

‘ডাবিং-এর সময় আমি নিজেই দেখে মুগ্ধ। এই ছবিতে আমাকে আবার বন্দুক হাতে অ্যাকশন করতে দেখতে পাবেন দর্শক। সব মিলিয়ে এই হাউসের সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি।’