গত এক মাস আগেই অভিনেত্রী সুস্মিতা রায় এবং সাংবাদিক তথা সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তীর বিচ্ছেদ হয়। তাদের ব্লগিং সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। সেই সূত্রেই সায়কের পরিবার সকলের পছন্দ।
সব্যসাচী আর সুস্মিতার ডিভোর্সের খবরে মন খারাপ হয়ে যায় অনুরাগীদের। সুস্মিতা অভিনেতা সায়ক চক্রবর্তীর বৌদিও চেয়ে বেশি বন্ধু। কারণ সায়কের সুত্র ধরেই তার দাদার সাথে পরিচয়। সুস্মিতা আর সায়ক প্রথমে কলিগ ভালো বন্ধু। তাই দাদার সাথে বিচ্ছেদ সায়ক তার কুটনি বৌদিকে ভুলতে পারেনি। মাঝেমধ্যেই সুস্মিতার জন্য মন খারাপ হয়।
বর্তমানে সুস্মিতা এখন তার ব্যবসা নিয়ে ব্যস্ত। নিজের অফিস খুলেছেন অভিনেত্রী। এমনকি বিশাল ইভেন্ট করলেন কিছুদিন আগে। তবে সুস্মিতার এই ব্যবসার দেওরের সূত্রেই। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ায় বিজ্ঞাপনের কাজ পান সায়ক। আর সেই সুত্র ধরেই সুস্মিতাকে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন ব্যবসার কাজে।
সুস্মিতার এত সাফল্য দেখে ভীষণ খুশি সায়ক চক্রবর্তী। তবে কুটনি বৌদিকে নিয়ে একটু আক্ষেপ রয়েছে অভিনেতার মনে। কি সেই আক্ষেপ?
এক সাক্ষাৎকারে সায়ক বলেন, ‘রাখিবন্ধনের দিন বার বার মনে পড়ছিল বৌদির কথা। রাখিবন্ধনের দিন দেখলাম অফিসের সবাইকে রাখি পরিয়েছে সুস্মিতা। সে দিন ওর একটা ফোনও এল না, কষ্ট হয়েছিল। কিন্তু সব কিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়ার নাম জীবন।”