সম্প্রতি সায়ক চক্রবর্তী’র দাদা সব্যসাচী চক্রবর্তী ও সুস্মিতা রায়ের বিচ্ছেদ নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। তিক্ততার বদলে সৌহার্দ্য বজায় রেখেই নতুন জীবনের দিকে এগোতে চান এমনটাই জানিয়েছিলেন তারা। এই বিচ্ছেদের মাঝেই আবেগঘন অধ্যায় ফুটে ওঠে তা হল বৌদি- দেওরের সম্পর্ক।
সুস্মিতা কে বৌদির থেকেও নিজের দিদি বলেই মনে করতেন সায়ক। ভালোবেসে সুস্মিতাকে কুটনি বৌদি বলে ডাকতেন সায়ক। দাদা-বৌদির বিচ্ছেদে সায়কের পোস্টই বলে দিয়েছিল তার মন ভেঙে যায় গোটা ঘটনায়।
সামাজ মাধ্যমে সায়ক লিখেছিলেন “ভাল থাকিস রে, তোকে আর কুটনি বৌদি বলে ডাকা হবে না!” দাদা বৌদির বিচ্ছেদের মাঝেও বৌদি- দেওরের সম্পর্ক আজও অটুট তারই প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়।
আজ ২৭ সেপ্টেম্বর সায়কের জন্মদিনে সকাল সকাল জন্মদিনের শুভেচ্ছা জানালেন সুস্মিতা। আগের বছর ভাইফোঁটার একটি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, “শুভ জন্মদিন ভাই!”
সুস্মিতার পোস্ট সামনে আসতেই অনেকের মনে প্রশ্ন জেগেছে তবে কি আবারও সম্পর্কের টানাপোড়েন ভুলে ফিরে আসবে সুস্মিতা? সুস্মিতার জন্মদিনের শুভেচ্ছার মধ্য দিয়ে সম্পর্কের ভাঙন নয়, বরং মিলনের ছোঁয়া খুঁজে পাচ্ছেন অনুরাগীরা।