টেলিপাড়ার চেনা মুখ অভিনেত্রী সুস্মিতা রায় এবং অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তীর বিচ্ছেদের খবর এখন সকলের প্রায় জানা। তাদের ভ্লগে সুখী পরিবার দেখে চোখ জুড়তেন মানুষ। তবে আচমকাই তাদের বিছেদের খবর নাড়িয়ে দেয় সবকিছু।
যদিও বহুদিন কেটে গেছে। সুস্মিতা ব্যস্ত তার ব্যবসার কাজ নিয়ে অন্যদিকে সব্যসাচী নিজের সাংবাদিকতা নিয়ে। যে যার মতো জীবনে এগিয়ে গেছে তারা। তবে মাঝেমধ্যে তাদের কিছু কিছু পোস্টে মানুষ অন্য ইঙ্গিত খুঁজে পান।
সম্প্রতি সব্যসাচী তার ফেসবুক পোস্টে একটি পোস্ট শেয়ার করে লেখেন, “আজ আমি জ্যামের প্রেমে পড়ে গেলাম । এদ্দিন সইতে সইতে, আজ একটু আগে বাড়ি ফিরে,বাড়ি ফেরাটাকে নতুন করে ফিল করলাম । ওই জ্যাম ছাড়া তো এটা হত না । অনেক সময় ধরে হাগু- হিসি চেপে রাখার পর যখন তা করে ফেলা যায়, ওটা জীবনের সর্বোত্তম । এটা সেরকম ব্যাপার । আমি এখন ফাঁকা মেঝেতে গাড়ি চালিয়ে ওই জ্যাম নিয়ে একটা স্যাডিস্টিক প্লেজার মনে আনব । আমার আজকের এই জ্যাম প্রেম নিয়ে দুটো লাইন শুধু বলার। আটার রুটি খাসির মাংস। তোমার প্রেমে আমি ধ্বংস।” আর সেই নিয়েই নেটিজেনদের মনে একাধিক প্রশ্ন উঠেছে। অনেকে ভাবছেন বিচ্ছেদের পর কার প্রেমে পড়লেন সায়কের দাদা আবার অনেকে মনে করেন সব্যসাচী সুস্মিতাকে ভুলতে পারছে না।
তবে বলে রাখি সব্যসাচীর এই পোস্টটি কাউকে ইঙ্গিত করে করা নয় বরং রাস্তায় জ্যামে আটকে বাড়ি ফিরে আসার পর সোশ্যাল মিডিয়ায় মজার ছলে সেই পোস্ট করেন।