‘শরীরে এতোটুকু…’, আচমকাই অসুস্থ সুস্মিতা রায়, কি হয়েছে অভিনেত্রীর?

সুস্মিতা রায়

বিচ্ছেদ ঘোষণার পরই আচমকাই অসুস্থ হয়ে পড়লেন সুস্মিতা। কি হয়েছে অভিনেত্রীর? গত মঙ্গলবারই সব্যসাচীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা সকলের সামনে নিয়ে আসেন সুস্মিতা রায়। অন্যদিকে সব্যসাচীও একই ব্যাপারে সহমত জানান। এত বড় সিদ্ধান্তের পেছনে কী কারণ আছে তা জানতে চাইলে কোনও উত্তর আসেনি দুই তরফ থেকে।

৩ জুলাই, বৃহস্পতিবার সকালেই একটি ভিডিও পোস্ট করে নিজের অসুস্থতার কথা শেয়ার করেন সুস্মিতা। ভিডিওতে সুস্মিতা বলেন,‘আমি ভীষণ অসুস্থ। লুজ মোশন এবং বমি হচ্ছে। শরীরে এতোটুকু জোর নেই। তারমধ্যে কোমর থেকে পা পর্যন্ত অসহ্য যন্ত্রণা। যদিও এই ব্যথা কয়েকদিন ধরেই হচ্ছিল, তবে এখন সেটা আরো বেড়ে গেছে।’

‘আমার এই ভিডিয়ো করার একটাই উদ্দেশ্য, আমার প্রোফাইলে যদি কেউ ডাক্তার থাকেন তাহলে আমাকে পরামর্শ দিন আমি নার্ভের ডাক্তার দেখাবো নাকি অর্থোপেডিক দেখাবো।’

অভিনেত্রীর এই পোস্টে অনেকেই ভাল ডাক্তারের সন্ধান দিয়েছেন। কেউ আবার ঘরোয়া টোটকার কথা বলেছেন।

‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ ধারাবাহিকে অভিনয় দিয়েই দর্শকমহলে জনপ্রিয়তা পান অভিনেত্রী সুস্মিতা রায়। পরবর্তীতে যদিও দেওর সায়ক চক্রবর্তীর ভিডিয়োর দৌলতে পর্দায় আরও কিছুটা জনপ্রিয়তা পান অভিনেত্রী।