‘আঙুল তোলা বা কাদা ছোড়াছুড়ি হোক…কাউকে দোষারোপও’, ডিভোর্স নিয়ে প্রথমবার মুখ খুললেন সুস্মিতা রায়

 সুস্মিতা রায়

টেলিপাড়ায় এখন চোখ রাখলেই চারিদিকে বিচ্ছেদের কাহিনী। অনেকেই হয়তো জানেন, অভিনেতা এবং জনপ্রিয় ব্লগার সায়ক চক্রবর্তীর কুটনি বউদি সুস্মিতা রায় বিয়ে ভাঙার খবর। অভিনেত্রী সুস্মিতা রায় এবং সায়কের দাদা পেশায় সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী তাদের দীর্ঘদিনের বিবাহিত জীবনে পথচলায় ইতি জানিয়েছেন।

সুস্মিতার জন্মদিনে সেই খবর প্রথম সামনে আনেন সায়ক। সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সাথে ছবি শেয়ার করে সায়ক লিখেছিলেন, ‘তোকে আর কুটনি বউদি বলতে পারব না।” এরপরেই সুস্মিতা এবং সব্যসাচী দুজনেই পোস্ট করে তাদের বিবাহ বিচ্ছেদের খবর সামনে আনেন।

তাদের নিয়ে আপাতত সোশ্যাল মিডিয়ায় চলছে জল্পনা। নিন্দুকেরা বলছেন সুস্মিতা নাকি নতুন পেশায় যাওয়ার পর সব্যসাচীর সঙ্গে সংসার ভেঙ্গেছেন।

তবে ডিভোর্স নিয়ে কি বলছেন সুস্মিতা? ‘এই সময় অনলাইন’কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দু’জনে মিলে যে পোস্ট করেছি ওইটুকুই সকলকে বলতে চাই। আমি কারও দিকে আঙুল তোলা বা কোনও কাদা ছোড়াছুড়ি হোক চাই না। আমার কারও প্রতি কোনও অভিযোগ নেই। কাউকে দোষারোপও করব না। এটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। দু’জন দু’জনের এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’