
চলতি মাসেই সুস্মিতা রায় ও সব্যসাচী চক্রবর্তীর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। তারপর থেকেই এই নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা রকমের চর্চা। এবার সবটা নিয়ে সরব হলেন সুস্মিতা নিজেই।
টলিটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে নানা কটাক্ষের মুখে পড়তে হয় তাদের। বিশেষ করে সুস্মিতার মা-কে।
সুস্মিতার কথায়, ‘আমরা জানিয়েছিলাম এটা আমাদের সমবেত সিদ্ধান্ত। কিন্তু আমাদের সংসারে যখন আমরা একসঙ্গে থাকি, তখন আমাদের মধ্যে কী চলছে সেটা শুধু আমরাই জানি, পরিবারের মানুষরা জানেন। যারা ব্লগ দেখেন তারা তো সবটা জানেন না। সবটা তো আমারা ব্লগে তুলে ধরি না।’
‘এটা নিয়ে কাঁটাছেঁড়া বন্ধ করা হোক। কিন্তু তাতেও সকলের কথা থামে না। শুধু তাই নয় আমার মা-কে নানা ভাবে কটাক্ষ করা শুরু হয়। এই সবের জন্য নাকি আমার মা দায়ী, কেবল মেয়ের মা বলে?’
সুস্মিতা আরও বলেন, ‘মা খুব কষ্ট পান এতে। এই বয়সে এসে মাকে স্যোশাল মিডিয়ায় অপমানিত হতে হচ্ছে।মায়ের চেহারার জন্য নাকি এই কটাক্ষের মুখে আরও বেশি করে পড়ছেন অভিনেত্রী। সুস্মিতা বলেন,‘মায়ের গায়ের রং একটু কালো। সৌন্দর্যের তথাকথিত মাপ কাঠি অনুযায়ী দেখতে নয় মা-কে। সেখান থেকে কিছু মানুষের ধারনা মায়ের জন্য মনে হয় এটা হয়েছে।’
সুস্মিতার কথায়, ‘হাজার আমাকে কুঠার আঘাত করুক আমি ভাঙব না, আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কাউকে উত্তরও দেব না। কারণ আমি কাদা ছোঁড়াছুঁড়িতে বিশ্বাসী নই। ভালো খারাপ সবার মধ্যে থাকে, তাই ওঁর ওটা ভুল তাই থাকব না, বা আমার এটা ভুল তাই ও আমার সঙ্গে থাকবে না।’