“এত পরিশ্রম করার পরেও যখন মানুষ ট্রোল করে…”, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নিয়ে মুখ খুললেন পর্দার ‘আদৃত’ ওরফে সুস্মিত মুখার্জি

সুস্মিত মুখার্জি

বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের মতামত প্রকাশের অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। কেউ প্রশংসা পান তো কেউ কটাক্ষের শিকার হন। সেই তালিকা থেকে বাদ যাননা অভিনেতা অভিনেত্রীরাও। এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নিয়ে মুখ খুললেন ‘গৃহপ্রবেশ’-এর আদৃত অর্থাৎ অভিনেতা সুস্মিত মুখার্জি।

সুস্মিত বলেন, “আজকাল সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং একটা পার্ট হয়ে গিয়েছে জীবনের। কেউ কিছু করলেই সেটাকে নিয়ে হাসাহাসি শুরু হয়। বাংলা সিরিয়াল হোক বা সিনেমা, এত পরিশ্রম করার পরেও যখন মানুষ ট্রোল করে, সেটা ভালো লাগে না।”

অভিনেতা আরও বলেন, “একটা ছোট ভুল বারবার করে হাইলাইট করা হয় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পরের ভালো কাজগুলো কেউ দেখেন না। সেই পুরনো ভুল নিয়েই দিনের পর দিন ট্রোল চলতে থাকে।”

একজন শিল্পী হিসাবে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিকটাকে মেনে নিলেও মন থেকে একেবারেই পছন্দ করছেন না তা সুস্মিতের কথায় বেশ স্পষ্ট।