‘আমি মুখ খুললে মুখ লুকানোর জায়গা পাবে তো? বাজে চরিত্রটা সবার সামনে চলে আসবে’… বিস্ফোরক কথা ওরফে সুস্মিতার প্রাক্তন অনির্বাণের

সুস্মিতা

আচমকাই কথা ধারাবাহিকের অভিনেত্রী সুস্মিতা দে’র প্রাক্তন প্রেমিকের একটি পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ। পোস্ট দেখে সকলে ইঙ্গিত করছেন এটা কথা থুড়ি সুস্মিতার জন্যই লেখা। যদিও সুস্মিতার প্রাক্তন অনির্বাণ তার পোস্টে কারো নাম উল্লেখ করেননি। কি লেখেছেন অনির্বাণ?

সুস্মিতার প্রাক্তন অনির্বাণ রায় ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন, ‘ভদ্রতার খাতিরে চুপ করে আছি। আমি মুখ খুলতে বাধ্য হলে,মুখ লোকানোর জায়গা পাবে তো?? আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে… যেটা তোমার ভালো মানুষের মুখোশটা খুলে দিতে পারে। নোংরা চরিত্র টা সবার সামনের চলে আসবে ।’

২০২৪ সালে ব্রেকআপ হয় সুস্মিতা আর অনির্বাণের। তাদের বাগদান পর্ব সারা হয়ে গিয়েছিল আচমকাই তাদের বিচ্ছেদ অবাক করে ভক্তদের। নিন্দুকের দাবি তৃতীয় ব্যক্তির জন্যই নাকি এই বিচ্ছেদ।

সুস্মিতা আর অনির্বাণের সম্পর্ক ভীষণ মিষ্টি ছিল। নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখেনি কখনো। এমনকি একসাথে একটি ফ্ল্যাট কিনেছিলেন থাকার জন্য। তবে আচমকাই তাদের মধ্যে কি এমন ঘটে যে সম্পর্ক শেষ হয়ে যায়? এই বিষয়ে দুই পক্ষের মধ্যে কেউ মুখ খোলেননি।

অনির্বাণ
অনির্বাণ রায়ের ইনস্টাগ্রাম পোস্ট

জ্ঞাপন সংক্রাণ্ত কাজের সঙ্গে নিযুক্ত অনির্বাণ। তার বহু বিজ্ঞাপনে কাজও করেছেন সুস্মিতা। বলাই যায়, হ্যাপি কাপল ছিল তারা।

এদিকে অনির্বাণের রায়ের এই পোস্ট শোরগোল পড়ে গেছে। সুস্মিতাকে নিশানা করেই কি লিখলেন অনির্বাণ?

 

View this post on Instagram

 

A post shared by Anirban Roy (@anirbanroy.official)