সম্প্রতি শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির দুটি গান মুক্তি পেয়েছে, যার মধ্যে শুভশ্রী অভিনীত ‘দেখো দেখো কানাইয়ে’ গানটি সবার মন ছুঁয়ে গেছে। কিন্তু এই গানেই রিল বানিয়ে চরম কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী সুস্মিতা রায়।
সুস্মিতার এমন কৃষ্ণসাধিকা সাজে ফটোশুট আর রিল বানিয়েই বিতর্কের মুখে অভিনেত্রীর পোশাক। এদিন তাঁকে দেখা যায়, সোনালী রঙের শাড়ি পরে কপালে তিলক এঁকে ফটোশুট করতে ওই গানে। খোলা চুলে, বাহু তুলে ভক্তি ভাব নিয়ে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন তিনি।
এমন গানের সাথে এমন পোশাক অনেকেরই দৃষ্টিকটু বলে মনে হয়েছে। এমনকি অভিনেত্রীর পরনে মেরুন রঙের সেই ব্লাউজ অত্যধিক বেমানান, এতে সংস্কৃতি এবং ধর্মের অবমাননা হয়। সমাজমাধ্যমে এমনটাই দাবি দর্শকের।
কেউ কেউ বলছেন, “বছরের শুরুতেই রুক্মিণী মৈত্র বিনোদিনী চরিত্রে অভিনয় করেছিলেন আর শুভশ্রীও করলেন, দুজনের কাউকেই এমন অভদ্র পোশাক পড়ে ভিডিও ছবি তুলতে দেখিনি!”
একজন বলেছেন, “অতি এরকম সাধন সঙ্গিনী থাকলে, শ্রীচৈতন্যও চৈতন্য হারিয়ে ফেলতেন!” অন্যজন বলেছেন, “স্লিভলেস না পরলে আরো ভালো হতো, ব্লাউজটা একটু চিন্তা-ভাবনা করে পরতে পারতেন। এই গানের সঙ্গে এমন পোশাক কি মানা যায়?”
কটাক্ষ করে কেউ কেউ বলেছেন, “আগে এনাকে খুব ভালো লাগতো, এখন লাগে না আর সেটা তার আলাদা হয়ে যাওয়ার জন্য নয়। ওনার এই সব বিষয় অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলা মোটেই ভালো লাগে না”
চলতি বছরেই স্বামী সব্যসাচীর সাথে বিচ্ছেদের কারনে আলোচনার কেন্দ্রে ছিলেন সুস্মিতা। এবার বেমানান পোশাকে ভক্তিমুলক গানে রিল বানিয়ে আবারও নিন্দের ঝড় অভিনেত্রীর দিকে।
View this post on Instagram

