
কিশোরী অভিনেত্রী সুস্মিলি আচার্য নিজের অভিনয় দিয়েই দর্শকের মন জিতে নিয়েছেন। সৌদামিনী সংসার, করুণাময়ী রানী রাসমণি তো আবার রামপ্রসাদের মতো জনপ্রিয় ধারাবাহিকে সাবলীল অভিনয় দিয়েই ভালোবাসা পেয়েছেন।
শিশুশিল্পী হিসেবেই অভিনয় দুনিয়াতে পা রেখেছে সুস্মিলি। তবে তাকে শেষবারের মতো দেখা যায় রামপ্রসাদ ধারাবাহিকে। ধারাবাহিক শেষ হওয়ার আগেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। তবে শোনা যাচ্ছে এবার বাংলা সিরিয়াল থেকে বিদায় নিয়েছেন এই নায়িকা। কিন্তু কেন?
আসলে ‘রামপ্রসাদ’ ধারাবাহিকের সময় মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। শুটিং সেটে ব্যস্ত থাকার কারণে সেভাবে পড়াশুনোয় মনোযোগ দিতে পারেনি। যার দরুন মাধ্যমিকে ৬০% নম্বর নিয়ে পাশ করেছে সুস্মিলি। নিজের নম্বর নিয়ে একেবারেই খুশি নয় সে। তাই এবার তার লক্ষ্য উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট।
১২-১৪ ঘণ্টা শুটিং এর জন্য পড়াশোনাতে অসুবিধা হয়। বর্তমানে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়াশুনো ভর্তি হয়েছে। তিনি ভালো নম্বর নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করতে চান। আর তার জন্যই বাংলা সিরিয়াল থেকে বিরতি নিয়েছেন সুস্মিলি। এখন তার একমাত্র ধ্যানজ্ঞান পড়াশুনো। উচ্চমাধ্যমিকে পরীক্ষা দেওয়ার পরেই আবার অভিনয় জগতে ফিরবেন তিনি।