স্টার জলসার অনুরাগের ছোঁয়া মাত্র ৫ দিন পর্দায় সম্প্রচারিত হয়। আর তাতেই বাজিমাত করছে এই ধারাবাহিক। বাংলার টপার স্থান থেকে কেউ সরাতে পারছে না ‘সুদীপা’কে। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী আরও ধামাকাদার ট্র্যাক আনতে চলেছে এই ধারাবাহিক।
আসলে অফিসিয়ালি কিছু জানা না গেলেও এই ধারাবাহিকের একটি আসন্ন ট্রাক ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়া। যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, সূর্য মিশকার কথা বিশ্বাস করে দীপাকে ডিভোর্স দেবে। এই কেস কোর্ট অবধি পৌঁছাবে।
তবে ডিভোর্স হবে না তাদের। কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের একসঙ্গে থাকতে হবে। আর তখনি সব বদলে যাবে। আস্তে আস্তে দীপা সব সত্য সূর্যের সামনে আনবে। ‘অনুরাগের ছোঁয়া’র কিছু ফ্যানেদের দাবি, এরপর নাকি মিশকার সামনেই আবার সূর্য-দীপা বিয়ের পিঁড়িতে বসবে। আর সেই বিয়ে নাকি ধূমধাম করে হবে। এখন দেখার বিষয় আদেও কি এই ট্র্যাক আসবে না অন্যভাবে নির্মাতারা গল্প এগিয়ে নিয়ে যাবে। তবে এটা ঠিক খুব শীঘ্রই মিশকার পর্দা খুলবে দীপা।