‘জুনিয়র আর্টিস্ট হিসেবে মাত্র ১৫০ টাকা পেয়েছিলাম’, অভিজ্ঞতা শেয়ার করলেন ‘ঠিক যেন লাভ স্টোরি’ খ্যাত অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়

সৈরিতি

জি-বাংলার রিয়েলিটি শোয়ের মধ্য দিয়েই উঠে আসে তারকাদের ব্যক্তিগত জীবনের নানা কাহিনী। ঝা চকচকে জীবনের পিছনে উঠে আসে লড়াইয়ের গল্প। রিয়েলিটি শোয়ের মধ্যে দিয়েই জানা যায় অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়ের জীবনের স্ট্রাগেলের কাহিনী।

জি-বাংলার এক জনপ্রিয় রিয়েলিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’র কাছে অভিনেত্রী নিজের পরিশ্রমের গল্প তুলে ধরেছিলেন।

এদিন সৈরিতি কেরিয়ারে তার ওঠা পড়ার গল্প শোনান অপরাজিতাকে। সৈরিতি  বলেন, ‘প্রথম দিকে ইভেন্টে কাজ করতাম। জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতাম। প্রথমবার যখন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছিলাম মনে আছে ১৫০ টাকা পেয়েছিলাম। তারপর টানা তিন-চার বছর আমি জুনিয়র আর্টিস্ট হিসেবেই কাজ করেছি।’ যা শুনে বেশ অবাকই হয়েছিলেন অপরাজিতা।

এরপর অভিনেত্রী আরও বলেন, ‘জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি মডেলিং করতাম। আর এভাবে চলতে চলতে পরিচালকদের সঙ্গে আলাপ হয়। পুনম দির হাত ধরে আমি প্রথম ব্রেক পাই। পুনম দির কথা আমি কোনওদিন ভুলব না।’

অভিনেত্রী স্বৈরীতি বন্দ্যোপাধ্যায়

অভিনেত্রীর স্ট্রাগলের কথা শুনে অপরাজিতা বলেন, ‘যারা এভাবে লড়াই করে প্রতিষ্ঠা পায় তারাই আসলে প্রতিষ্ঠাটাকে উপভোগ করে। আসল যোদ্ধা তোমরাই। যারা কখনও নিজেদের পরিবারকে ছেড়ে যায় না আর নাই নিজেদের স্বার্থের কথা ভাবে’।