মাত্র এক সপ্তাহ আগেই স্টার জলসায় শুরু হয়েছে নাগ-নাগিনির অলৌকিক ধারাবাহিক ‘পঞ্চমী’। আর এক সপ্তাহেই বাজিমাত করল সুস্মিতা দে’র নতুন ধারাবাহিক। প্রথম সপ্তাহে সকলকে হারিয়ে টিআরপি দ্বিতীয় স্থানে উঠে এল এই ধারাবাহিক। এমনকি বাংলার টপার ‘জগদ্ধাত্রী’র থেকে মাত্র ০.২ নম্বর কম পেয়েছে ‘পঞ্চমী’।
‘পঞ্চমী’ ধারাবাহিক শুরুতেই যে ছক্কা হাঁকাবে ভাবতে পারেনি কেউ। আগামীদিনে জগদ্ধাত্রী ধারাবাহিকের সঙ্গে জোরদার টক্কর দিতে চলেছে এই ধারাবাহিক। হিন্দি চ্যানেলে নাগিন সিরিয়ালের জনপ্রিয়তা আকাশছোঁয়া। বাংলায়ও কি তাহলে সুস্মিতা এবং রাজদীপের হাত ধরে সেই জনপ্রিয়তা অর্জন করতে চলেছে পঞ্চমী।
অন্যদিকে মিঠাই ধারাবাহিকের হাল একেবারেই খারাপ। চলতি সপ্তাহ টিআরপি তালিকায় আরও নম্বর কমল মিঠাইয়ের। ৬.৪ রেটিং পেয়ে নবম স্থানে নেমে এল এই ধারাবাহিক।
প্রথম – জগদ্ধাত্রী (৮.৬)
দ্বিতীয় – পঞ্চমী (৮.৪)
তৃতীয় – অনুরাগের ছোঁয়া (৮.০)
চতুর্থ – গৌরী এলো (৭.৮)
পঞ্চম – খেলনা বাড়ি । নিম ফুলের মধু (৭.৭)
ষষ্ঠ – গাঁটছড়া । ধুলোকণা (৭.১)
সপ্তম- আলতা ফড়িং (৭.০)
অষ্ঠম- এক্কা দোক্কা (৬.৫)
নবম- মিঠাই (৬.৪)
দশম- সাহেবের চিঠি (৬.৩)