২৪ বছর ইন্ডাস্ট্রিতে পাননি সন্মান! কাজের অভাবে সংসার চালাতে বাধ্য হয়ে খুলেছেন মুদি দোকান… জীবনের কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সুরজিৎ সেন

সুরজিৎ সেন

টলিউডে কাজ পাওয়ার অনিশ্চয়তা নিয়ে এরআগে অনেক অভিনেতা অভিনেত্রী মুখ খুললেও এবার সেই তালিকায় যোগ হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় খলনায়ক অভিনেতা সুরজিৎ সেন। এক সময় বড় পর্দা থেকে ছোট পর্দায় সব জায়গাতে দাপিয়ে অভিনয় করেছেন। ইন্ডাস্ট্রিতে ২৪ টা বছর কাটিয়ে ফেলেছেন অভিনেতা। বলিউডেও কাজ করেছেন তিন বছর।

সিরিয়াল সিনেমায় খলনায়কের চরিত্রেই দর্শকের প্রশংসা পেয়েছেন সুরজিৎ। অভিনয় যোগ্যতা থাকা সত্বেও শেষ কয়েক বছর ধরে অভিনেতাকে আর দেখা যায় না বড় পর্দা বা ছোট পর্দা কোথাও? কোথায় হারিয়ে গেলেন সুরজিৎ?

সম্প্রতি কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যেখানে নজরে আসে একটি ছোট্ট দোকানে জিনিসপত্র বিক্রি করছেন সুরজিৎ। অভিনয় জগত থেকে বেরিয়ে নিজস্ব দোকান খুলেছেন তিনি। বর্তমানে এই দোকানের উপার্জনই তার একমাত্র সম্বল।

অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার খেলাঘর ধারাবাহিকে। তারপর হাতে কাজের সুযোগ না আসায় সংসার চালাতে বাধ্য হয়েই নিজস্ব দোকান খুলেছেন সুরজিৎ।

ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে সুরজিৎ বলেন, “টলিউড আর বলিউডের মধ্যে অনেক ফারাক আছে। অভিনেতা সেখানে ৩ বছর কাজ করে যা সম্মান অর্জন করেছে তা ২৪ বছরেও এই ইন্ডাস্ট্রি থেকে পাননি। বলিউডে অভিনেতাদের পুজো করা হয় যেটা বাংলায় হয় না”।

অভিনেতা আরও জানান, “এত বছর পরও বলতে হয় দাদা একটু দেখবেন, একটা কাজ দেখবেন! এখানে নতুন মুখ যদি একবার পরিচিতি পেয়ে যায় তারা নিজের শাহরুখ মনে ভাবতে শুরু করেন। যেটা কোনদিন করিনি সেটাই করতে হচ্ছে, তেলবাজিটা করতে পারিনা। পলিটিক্স একটা বিরাট বড় জায়গা নিয়েছে ইন্ডাস্ট্রিতে।”

“আমি মুখে না বললেও এটা পরিষ্কার যে যারা নায়ক-নায়িকা নয় এই মুহূর্তে তারাই কিন্তু রাজত্ব করছে ইন্ডাস্ট্রিতে, তারাই ইন্ডাস্ট্রির মহানায়ক-মহানায়িকা। তাদের এত টাকা আছে যে নিজেরাই সিনেমা তৈরি করছে। বাংলা ইন্ডাস্ট্রিতে কীভাবে একটা ছবি হিট করানো হয় তা আমি জানি”।