জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এলো’। বেশ কয়েকবার বাংলার টপার হয়েছে এই ধারাবাহিক। শুরু থেকেই দর্শকের একটি বড় অংশের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক।
তবে সম্প্রতি ধারাবাহিকের বিরুদ্ধে বয়কটের দাবি জানিয়েছেন অধিকাংশ নেটিজেন। ধারাবাহিকের প্রথমদিকে নায়িকা গৌরিকে মা কালীর অংশ হিসেবে দেখানো হলেও এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে শুধু অন্ধবিশ্বাস এবং কুসংস্কার দেখানো হচ্ছে, যা সমাজের পক্ষে ক্ষতিকারক বলে মনে করছেন একাংশ।
‘গৌরি এলো’ ধারাবাহিকের সাম্প্রতিকতম দৃশ্যে দেখানো হয়েছে গৌরী নিজেকে দেবী বলে ভাবছে।মুমূর্ষু রোগীর জন্য সে পুরিয়া বানায়। এমনকি সে বলে ওষুধ লাগবে না, এই পুরিয়া খেলেই একেবারে সুস্থহয়ে যাবে রোগী। ধারাবাহিকের এই ট্র্যাক দেখেই ক্ষেপে গিয়েছেন বেশ কিছু দর্শক। কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এই ধারাবাহিকে। তাই ধারাবাহিক বয়কটের প্রতিবাদে সবর সোশ্যাল মিডিয়ায়।