বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার হল জিৎ। ২০০২ সালে হরনাথ চক্রবর্তীর সাথী ছবি দিয়ে বড়পর্দায় পা রাখেন জিত। প্রথম ছবিতেই ছক্কা হাঁকান অভিনেতা। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একাধিক বাংলা সিনেমায় চুটিয়ে কাজ করেছেন।
বর্তমানে নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন। তবে জানেন কি বড়পর্দায় জিত খ্যাতি পেলেও তার অভিনয় শুরু হয়েছিল টিভি সিরিয়ালের হাত ধরে। সেই ভিডিও সামনে আসতেই অবাক হয়ে পড়েন নেটিজেনরা।
হয়তো অনেকেই জানেন জিতের পুরো নাম জিতেন্দ্র মদনানি। ১৯৯৪ সালে যখন সিরিয়াল দিয়েই নিজের অভিনয় যাত্রা শুরু করে জিৎ। সিরিয়ালের নাম ‘বিষবৃক্ষ’। নিজের সাবলীল অভিনয়ে সিরিয়াল প্রেমীদের মন জয় করে নিয়েছিলেন। প্রথমে এই ধারাবাহিকটি প্রথমে হিন্দিতে হলেও পরবর্তীকালে তা বাংলায় টেলিভিশনের সম্প্রচার হয়। অভিনেতার ফ্যান পেজ থেকে সেই সিরিয়ালের একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে।
সূত্রঃ tv9bangla . com