পর্দায় এলো নতুন ধারাবাহিক ‘শোলক সারি’, প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো

শোলক সারি

সামনে এলো সান বাংলার নতুন ধারাবাহিক ‘শোলক সারি’র মূল প্রোমো। এতদিন একাধিক প্রোমো সামনে এলেও নায়ক-নায়িকার মুখ দেখানো হয়নি। তবে নতুন প্রোমোতে গল্পের মূল বিষয় বস্তু এবং নায়ক-নায়িকা প্রকাশ্যে এলো।

ধারাবাহিকের প্রোমো অনুযায়ী, বারো হাত শাড়িতে স্বপ্ন বোনে শোলক সারি, স্বপ্ন দেখে নিজেদের পরিচয় গড়ে তোলার, শাড়ির পাড়ে বুনে তোলা তাদের জীবনের ওঠা-পড়ার গল্প বুনবে এই মেগা।

ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের টিপু ওরফে অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। আর তার বিপরীতে দেখা যাবে সুকন্যা চক্রবর্তী। খুব সম্ভবত ছোটপর্দায় সুকন্যার এই প্রথম কাজ।