বাঙালিদের মধ্যে প্রতিভার শেষ নেই। এই কথা কেউ অবিশ্বাস করতে পারে না। এমনকি জাতীয় স্তরের মানুষরাও অকপটে স্বীকার করে নেন বাঙালি মানেই আলাদা প্রতিভা। এবার নিজেই মধ্যে থাকা প্রতিভা দিয়ে বাংলার মুখ উজ্জ্বল করছে ছোট বাঙালি কন্যা সুকৃতি পাল।
বয়স মাত্র ৯ বছর, শিলিগুড়ির এই মেয়ে সোনি টিভির জনপ্রিয় ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৫’-এ সেরা নৃত্যশিল্পী হিসাবে বিজয়ী হয়েছে। ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৫’-এ অংশগ্রহণের পর থেকে নিজের নাচের জাদুতে দর্শক থেকে তাবড় তাবড় বিচারকদের মুগ্ধ করে রাখত শিলিগুড়ির এই খুদে নৃত্যশিল্পী। সুকৃতি এখন গোটা বাংলার গর্ব।
শুধু মুম্বাইয়ে নয়, তার নাচ খ্যাতি পেয়েছে বিশ্বজুড়ে। ছোট ঘরে থাকলেও দিন রাত সে নাচ অনুশীলন করে। আঘাত লাগলেও কখনো নাচ থামায়নি। সুকৃতি বলে, “ঘর ছোট হলেও স্বপ্নটা অনেক বড়।
তার শহরের মানুষের দাবি, “হায়দারপাড়ার সেই ছোট্ট ঘরের মেয়েটি আজ দেশের গর্ব।” মেয়ের এই সাফল্যে গর্বিত তার বাবা, মা, শিক্ষকেরা।
সুত্রঃ ://bengali . news18 . com