এক বছর পর নতুন ধারাবাহিকে কামব্যাক করছেন ‘আদরিনী’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী সুদীপ্তা রায়

অভিনেত্রী সুদীপ্তা রায়

বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেত্রী সুদীপ্তা রায়। যাকে শেষবারের মতো দেখা গিয়েছিল কালার্স বাংলা ‘ফেরারি মন’ ধারাবাহিকে। এর আগে প্রধান সারির চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন সুদীপ্তা।

‘চোখের বালি’ ধারাবাহিকের আশালতা’র চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। এছাড়াও ‘আদরিনী’, ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকে দুয়োরানির ভূমিকায় অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছিল এই মেয়েটি। তবে ক্লাস নাইনে পড়া মেয়েটির ‘আশালতা’র মতো একটি চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। তাঁর চোখের চাহনীতে অভিনয় ফুটে উঠত।

অসাধারণ অভিনয় গুণ থাকা সত্ত্বেও অভিনয় জগত থেকে মাঝে গায়েব হয়ে গিয়েছিলেন সুদীপ্তা। দীর্ঘ এক বছর পর আবার বাংলা ধারাবাহিকে ফিরতে চলেছেন। বাংলা টকিজের প্রযোজনায় আসছে আরও এক নতুন মেগা। আর এই মেগাতেই নায়িকার চরিত্রে দেখা মিলবে সুদীপ্তার। সব ঠিক থাকলে খুব শীঘ্রই প্রোমো শুটিং শুরু হবে।  সূত্রের খবর, পারিবারিক গল্প ফুটে উঠবে এই ধারাবাহিকে।