আলোর উৎসবের আমেজেই কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হন টলিপাড়ার কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস। যার ফলস্বরূপ আত্মহত্য়ার চেষ্টা করেছিলেন তনুশ্রী দাস। জানা যাচ্ছে, নির্বাচনের মাধ্যমে সম্পাদক হতে চেয়েছিলেন বলেই তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়। নির্দিষ্ট সময় পর কাজে ফিরলেও হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন একত্রে কাজ কেড়ে নেয় তার থেকে।
কাজ না থাকায় মেয়ের কলেজের ফিস, সংসার খরচ চালাতে না পারায়, একটা সময় পর দেওয়ালে পিঠ ঠেকে যায় তার। আর সেই কারনেই এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন তনুশ্রী। আর সেই সময় তনুশ্রীর হয়ে আওয়াজ তুলেছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এমনকি গিল্ডের ১১ সদস্যের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগও দায়ের হয়।
অবশেষে চিকিৎসার পর এখন সে অনেকটাই সুস্থ। অন্যদিকে, সান বাংলায় নতুন রিয়ালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিয়ে ফিরছেন সুদীপ্তা চক্রবর্তী। আর সুদীপ্তার হাত ধরেই এই রিয়ালিটি শো এর হয়ে কাজে ফিরলেন তনুশ্রী। সুদীপ্তাকে সাজানোর দায়িত্ব ইন্ডাস্ট্রির সিনিয়র স্টাইলিস্ট হেমা মুন্সীর উপর। বাকিদের সাজাবেন তনুশ্রী।
কাজে ফিরে অনেকটাই আশ্বস্ত হয়ে তনুশ্রী জানান, কাজের জন্য আর কারর কাছেই হাত পাতবেন না, এতদিন ধরে যতটুকু কাজ শিখেছেন তার ভিত্তিতে কাজ জোগাড় করবেন তিনি। তনুশ্রীর কাজে ফেরার খবর সমাজমাধ্যমের দ্বারা নিজেও জানান সুদীপ্তা। সেখানে অভিনেত্রী লেখেন, ‘শ্যুটিং শুরু… তনু ফের কাজে ফিরল, দারুণ খুশি। যারা আমার থেকে তনুর (তনুশ্রী দাস) সম্পর্কে, ওর স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইছিলেন, এটা তাঁদের জন্য। ওহ একদম ঠিক আছে। কাজে ফিরেছে।’