জনপ্রিয় রান্নার শোয়ে সঞ্চালনার দায়িত্বে এবার সুদীপ্তা-বুলবুলি

 সুদীপ্তা-বুলবুলি

জি বাংলার ‘রান্নাঘর’ অনুষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে চলছে আকাশ আট চ্যানেলের ‘রাঁধুনি’। ২০০৮ সাল থেকে প্রায় ৫০০০ এর বেশি পর্ব সম্প্রচার হওয়ার পরেও ‘রাঁধুনি’র জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। এবার একেবারে নতুন সাজে শুরু হতে চলেছে ‘রাঁধুনি’। সাথে রয়েছে নতুন চমক।

অনুষ্ঠানের নতুন সিজনে একজন নয়, বরং দুজন সঞ্চালিকাকে এবার দেখতে পাবেন দর্শকরা। ‘রাঁধুনি’র সঞ্চালিকা হিসেবে ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং বুলবুলি পাঁজা।

গত রাসযাত্রা শুভদিনেই নতুন সিজনের ঘোষণা করা হয়েছিল। রাঁধুনি অনুষ্ঠানের নতুন সঞ্চালিকা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটি আমার প্রথম সঞ্চালনার কাজ নয়। রাধুনী আমার কাছে বিশেষ, কারণ এটি ঘরোয়া খাবারকে আরও বৈশিষ্ট্যময় করে তুলে ধরে সকলে সামনে। রান্না করা শুধুমাত্র দৈনন্দিন অভ্যাস নয়, এটা ভালোবাসা। এই অনুষ্ঠানের সঙ্গে যোগ হতে পেরে আমি ভীষণ গর্বিত।’

রাঁধুনি অনুষ্ঠানের দ্বিতীয় সঞ্চালিকা বুলবুলি পাঁজা বলেন, ‘গত কয়েকবছরে বেশ কয়েকটি রান্নার অনুষ্ঠানের সঞ্চালনা আমি করেছি কিন্তু এটি আমার কাছে ভীষণ স্পেশাল। এই অনুষ্ঠানের অংশ হয়ে প্রতিদিন রান্নাকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাচ্ছি যাতে আমি ভীষণ স্বচ্ছন্দ বোধ করছি।’

  সুদীপ্তা-বুলবুলি