ছেলের বয়স মাত্র ৬, ছোট বয়সেও ছেলের জন্য পাত্রী খুঁজছেন সুদীপা চট্টোপাধ্যায়

সুদীপা চট্টোপাধ্যায়

জি-বাংলার রান্নাঘরে প্রাক্তন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। ছোটপর্দায় তিনি জনপ্রিয় মুখ। পর্দার বাইরে থেকেও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কারণে টাইমলাইনে আসেন।

সুদীপার পাসাপাসি সোশ্যাল মিডিয়ায় তার ছেলে আদিদেবও ভীষণ জনপ্রিয়। তবে সুদীপা এবার এক কান্ড করে বসলেন। ছেলের জন্য এখন থেকে নাকি পাত্রী খুঁজছেন। সুদীপার ছেলে আদিদেবের বয়স এখন মাত্র ছয় বছর। এত ছোট বয়সের ছেলের কেন পাত্রী খুঁজচ্ছেন?

আসলে সুদীপা ছেলের জন্য পাত্রী খুঁজলেও সেটা আদিদেবের জন্য নয় বরং তার চারপেয়ে সন্তান, তাঁর পোষ্য ভান্টুর জন্য। তাই বিজ্ঞাপন দিয়ে ছবি পোস্ট করে লেখেন, ‘আমি ভান্টু, আমি ভীষণ হ্যান্ডসাম। ৩ বছর বয়সী একটি হার্লি কুইন গ্রেট ডেন আমি। কিন্তু আমার মা বলে আমি নাকি বেবি। এটা একদমই ঠিক নয়। মা আমার বিয়ের ব্যাপারে কোনও উদ্যোগ নিচ্ছে না, এমনকি কোনও কথাবার্তাও বলছে না কারও সঙ্গে।’

সুদীপা আরও লেখেন, ‘মা ওর বন্ধুদের, পরিবারের সবাইকে ফোন করে শুধু আমার দুষ্টুমির কথাই বলে। ব্যাপারটা কখনই সিরিয়াস আলোচনায় গড়ায় না। তাই আমিই উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, এবং ওর সমস্ত অনুরাগী, পরিবারের সবাইকে অনুরোধ করছি, বিশেষ করে মিমি আন্টি এবং বাবুল আঙ্কেলকে যাতে আমার জন্য একটা ভালো গ্রেট ডেন মেয়ে দেখা হয়। আর আমার মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়।