সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলিং এর শিকার রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। কয়েকদিন আগে এক ভক্তকে ‘অশিক্ষিত’ লিখে বিপাকে পড়েন তিনি। এর জন্য নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় তাকে।
আসলে সুদীপা চট্টোপাধ্যায় মাঝে মধ্যেই তার ব্যবসার শাড়ি, গয়নার ছবি পোস্ট করেন বিক্রির জন্য। তবে এবার অভিনেতা অঙ্কুশের সঙ্গে একটি ছবি দিয়ে রীতিমতো ট্রোলিংয়ের মুখে পড়ে সুদীপা চট্টোপাধ্যায়। তাকে দেখে এক নেটিজেন কমেন্ট করেন, শাড়িটা কি ঢাকাই? নেকলেসটা কি রুপোর? নেটিজেনের এই প্রশ্নে ক্ষেপে যান সুদীপা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘আমি জানি না বাংলা ভাষাটা আজকাল এত কঠিন হয়ে গিয়েছে কিছু মানুষের কাছে। সহজ সরল ইংরেজি বা সামান্য ইংরেজি তারা বোঝেন না। বেশ খারাপ একটা সময়। কোভিড হয়তো জয় করে নেবো, কিন্তু অশিক্ষা আর কুরুচি- জয় করবো কীভাবে? আমি লিখেছিলাম আমি নকল জুয়েলারি পরি না। এর মধ্যে রুপো ও সোনা দুই রয়েছে। মানুষ সত্যিই অশিক্ষিত হয়ে গিয়েছে।’
সুদীপার এই মন্তব্য করে বিপাকে পড়েন। তার অনুরাগীরা রেগে যান তার উপর। সোশ্যাল মিডিয়াতেই সুদীপাকে লিখলেন, “আপনি খুব নিষ্ঠুর। আবার কেউ লিখলেন, অহংকারই পতনের কারণ, তাই এত অহংকার ভাল নয়”। তারা অনেকে মনে করছেন সুদীপার এরকম আচরণ মোটেই ঠিক নয়।
তারপরই গোটা ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন সঞ্চালিকা। সুদীপা জানায়, ‘না,না। একদম ভুল হয়ে গেছে। আমি অত্যন্ত লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। আমি ওনাকে রিপ্লাই করতে চাইনি। অন্য একজনকে রিপ্লাই করতে গিয়ে, ওনাকে ট্যাগ হয়ে গেছে। খুবই দুঃখিত। যদি আপনারা কেউ ওঁকে চিনে থাকেন তো আমায় ক্ষমা করে দিতে বলবেন।’
সূত্রঃ sangbadpratidin . in/entertainment/cinema/sudipa-chatterjee-trolled-for-her-recent-post/