মা হতে চলেছে সুধা, ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে নতুন ট্র্যাক

শুভ বিবাহ

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুভ বিবাহ’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা হানি বাফনা। সুধা আর তেজের জুটি খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জিতে নিয়েছে।

কিছুদিন আগেই সুধার প্রাক্তন প্রেমিকের এন্ট্রি হয়েছে। যে সুধা আর তেজের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করে। তবে তার পরিকল্পনা বিফলে যায়। কারণ সুধা আর তেজের মধ্যে তৃতীয় ব্যক্তি কোনও প্রভাব ফেলতে পারে না।

এবার ধারাবাহিকে নতুন মোড় নিয়ে এলো। যারা ধারাবাহিক নিয়মিত দেখেন, তারা জানেন সুধা মা হতে চলেছে। বসু মল্লিক পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। এবার ধারাবাহিক কোনদিকে মোড় নেবে সেটাই দেখার।