টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ অভিনেত্রী সুদেষ্ণা রায়। পর্দায় অভিনেত্রীকে যতটা হাসি-খুশি দেখায় বাস্তবে অভিনেত্রীর লড়াইটা ছিল ততটাই কঠিন। সাফল্য আর জনপ্রিয়তার আড়ালে ছিল ব্যক্তিগত সম্পর্কের জটিলতা, মানসিক টানাপোড়েন ও জীবনের কঠিন সিদ্ধান্ত।
সম্প্রতি নিজের জীবনের পুরনো অধ্যায় নিয়ে মুখ খুললেন সুদেষ্ণা। অল্প বয়সেই বিয়ে করেন অভিনেত্রী। তবে শ্বশুর বাড়িতে খুব বেশিদিন সংসার করা হয়নি অভিনেত্রীর।
সুদেষ্ণা জানান, বিয়ের সময় তার বয়স ছিল মাত্র কুড়ি। আর সেই বয়সে দাম্পত্য জীবন সম্পর্কে পরিস্কার ধারনা বা পরিপক্কতা অনেকটাই কম। অভিনেত্রীর কথায়, তখন তার মন ছিল ভীষণ চঞ্চল। নিজের ভবিষ্যৎ, কেরিয়ার আর স্বাধীনতা সবকিছু নিয়েই টানাপোড়েন চলছিল সেইসময়।
শ্বশুরবাড়ির পরিবেশ ছিল অত্যন্ত আধুনিক। পড়াশুনার ক্ষেত্রেও বাধা ছিল না। কিন্তু বারণ ছিল স্লিভলেস পোশাক পড়াতে, বিয়ের পরেও অভিনেত্রী মাস্টার্স করছিলেন এবং পাশাপাশি থিয়েটারেও যুক্ত ছিলেন।
তবে থিয়েটারের বিষয়টি তিনি নিজে থেকেই পরিবারকে জানাননি। কারণ সেই সময় সবকিছু খোলাখুলি বলার সাহস হয়ে উঠত না তার। শেষপর্যন্ত সম্পর্কে ভাঙন ধরে অভিনেত্রীর।
তবে সুদেষ্ণা জানান, তার প্রথম স্বামী ছিলেন অত্যন্ত ম্যাচিওর মানুষ। তাই দুজনের বোঝাপড়াতেই ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা। তবে তাদের বিচ্ছেদে কোনরকম অশান্তি বা কাঁদা ছোড়াছুড়ি ছিল না। আজও অভিনেত্রী উপলব্দি করেন সংসার ভাঙনের দায় কারোর একার হয় না। তবে কিছু ভুল সিদ্ধান্ত মানুষকে চরম শিক্ষা দেয়।

