সু-শিক্ষায় ছেলেকে একা হাতে মানুষ করছেন ‘রান্নাঘর’ প্রাক্তন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। ছোট আদিদেব যেন ভালো মানুষ হতে পারেন এটা চাওয়া অভিনেত্রী সঞ্চালিকার পড়াশুনো থেকে বাড়ির কাজে ছেলেকে সারাদিন ব্যস্ত রাখেন সুদীপা। তিনি চান ছেলে যেন ছোট থেকে দায়িত্ব জিনিস শিখতে পারে।
বর্তমানে সেন্ট জেমস স্কুলের ক্লাস টুয়ের ছাত্র আদিদেব। তবে এবার নতুন জার্নিতে পা রাখতে চলেছে সুদীপার ছেলে। এবার ক্রিকেটে যোগ দিল ছোট আদি। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই কথা গর্বের সাথে জানায়।
এস সময়কে সুদীপা জানিয়েছেন, “এই স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোকেও গুরুত্ব দেওয়া হয় বলেই আদিকে ভর্তি করিয়েছেন।”
সুদীপার কথায়, ‘আদি হলো বিরাট কোহলির পাগল ফ্যান। ইডেনে বেশ কয়েকবার খেলা দেখাতেও নিয়ে গিয়েছি ওকে। ক্রিকেট দেখতে ও পছন্দ করে। তবে কখনও ও সে ভাবে নিজে ক্রিকেট খেলেনি। সাঁতারও নিয়েও ওর আপত্তি ছিল। তবে একটা সময়ের পর সাঁতারের প্রতি ওর ভালোলাগা গড়ে উঠেছে। ক্রিকেটের ক্ষেত্রেও সেটা হবে কি না, সময় এলে বুঝতে পারব।’
সঞ্চালিকা আরও জানান, ‘আমার বাপের বাড়ির সকলেই খেলাপাগল মানুষ। আমি নিজেও খেলাধুলো ভীষণ পছন্দ করি। দাদাদের সঙ্গে ক্রিকেট-ফুটবল খেলতাম। কিন্তু খেলা শেখার জন্য অ্যাকাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ ছিল না। আমি সেই সুযোগটা দিতে চাই আদিকে। এ বার বাকিটা ও নিজে ঠিক করবে। আমার ইচ্ছেগুলো তো ওর ওপর চাপিয়ে দিতে চাই না। কিছু দিন খেলুক, দেখি কেমন লাগছে ওর। তার পর বাকিটা ভাবা যাবে।’

