‘সুদীপার অভিমান আমার উপর অনেক দিনের, সুদীপাকে বলার প্রয়োজন বোধ করিনি’, ‘রান্নাঘর’ নিয়ে মুখ খুললেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়

কণীনিকা বন্দোপাধ্যায়

টানা ১৭ বছর ধরে জি-বাংলার ‘রান্নাঘর’ শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। রান্নাঘর দিয়েই নিজের পরিচিতি গড়েছিলেন সুদীপা। গত একবছর হল শেষ হয়ে গিয়েছে সুদীপা সঞ্চালিত রান্নার অনুষ্ঠান।

তবে মাঝে পর্দায় এসেছে গৌরব চক্রবর্তী ও রিদ্ধিমা ঘোষ সঞ্চালিত আরও এক রান্নার অনুষ্ঠান ‘রন্ধনে বন্ধন’। তবে রন্ধনবিষয়ক এই নন ফিকশন শো বন্ধের পথে। পরিবর্তে আসছে কণীনিকা বন্দোপাধ্যায় সঞ্চালিত রান্নার শো ‘রান্নাঘর’।

এতদিন ‘রান্নাঘর’ এর দায়িত্বে ছিলেন সুদীপা, তাই TV9 বাংলার তরফ থেকে সুদীপার প্রসঙ্গে কণীনিকাকে প্রশ্ন করা হলে কণীনিকা জানিয়েছেন, ‘সুদীপা ১৭ বছর ধরে সঞ্চালনা করেছে। ফলে একটা তো ব্র্যান্ডিং তৈরি হয়েই গিয়েছে। আর সুদীপার অভিমান আজকের নয়, ওর অভিমান আমার উপর অনেক দিনের। এই বয়সে এসে আর অভিমান হয় না। নতুন শো লঞ্চ হচ্ছে তাই ওর (সুদীপা) সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করিনি।’

কণীনিকার কথায়, ‘তখন যেহেতু গৌরব এবং ঋদ্ধিমার শো চলছিল আমি ভেবেছিলাম ওদের সঙ্গে কথা বলব। তখন চ্যানেলের তরফে আমায় জানানো হয় যে ওদের শো বন্ধ হয়ে সম্পূর্ণ নতুন একটা রান্নার অনুষ্ঠান শুরু হচ্ছে। সুদীপার কথা মাথাতেই আসেনি কারণ ওর অনুষ্ঠান তো বন্ধ হয়ে গিয়েছিল। আর সুদীপার সঙ্গে এখন আর তেমন কোনও যোগাযোগ নেই। এককালে বন্ধুত্ব ছিল। বর্তমানে আর তেমন কোনও সম্পর্ক নেই। পেশার ক্ষেত্রে সম্পর্ক, বন্ধুত্ব এ সব আসে না।’