“আমার দোষেই রান্নাঘর থেকে বাদ পড়েছি…”, রান্নাঘর থেকে বাদ পড়ার আসল কারণ জানিয়ে মুখ খুললেন সুদীপা

সুদীপা চ্যাটার্জী

জি-বাংলার রান্নাঘর-এর মত জনপ্রিয় রিয়েলিটি শোয়ের হাত ধরেই দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী সুদীপা চ্যাটার্জী। দীর্ঘ কয়েক বছর ধরে এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ে সঞ্চালিকার দায়িত্ব সামলেছেন সুদীপা।

বর্তমানে রান্নাঘরের নতুন সিজনে আর দেখা যায় না সুদীপাকে। জি বাংলার পক্ষ থেকে বরাবরের মতোই ‘রান্নাঘর’ থেকে সুদীপাকে সরিয়ে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। রান্নাঘর থেকে সরে আসাটা সুদীপার কাছে ছিল বিরাট বড় ধাক্কা।

সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে এসে রান্নাঘর থেকে সরে আসার আসল কারণ জানালেন সুদীপা। সুদীপার কথায়, ‘খুব অল্প বয়স তখন আমার সেই থেকেই আমি রান্নাঘরের প্রথম সঞ্চালিকার কাজ শুরু করি। আমার মানুষের ইন্টারভিউ নিতে খুব ভালো লাগতো। তখন একটা নিউজ চ্যানেলে কাজ করছি। সেখান থেকেই একটা শো করার অফার আসে। কিন্তু আমাদের সময় দেওয়া হয়েছিল ১০-১২ দিনের একটা শো করার জন্য।’

‘সবাই মিলে আলোচনা করে পরে ঠিক করা হয় রান্নার শো করা হবে। ছোট একটা ঘর সেখানে কয়েকজন মিলে সেই শো টাকে শুরু করি। এর আগে বেণুদি তাপস পালের স্ত্রীর রান্নার শো করেছিল। সেটা দেখেই ভেবেছিলাম কি দেখালে দর্শক এই শো পছন্দ করবে। তারপর শো তে অতিথিদের ইন্টারভিউ নিতে শুরু করি।

তাদের জীবনের গল্প শুনতে শুরু করি। আর সেই গল্পগুলোই পৌঁছে যায় ঘরে ঘরে সকলের কাছে। আর সেই শো দেখে সকলের ইচ্ছে জাগে আমি আমার কথা পৌছে দেবো। সেখান থেকেই দর্শকদের আগ্রহ শুরু হয়। সেই করতে করতে দীর্ঘ ১৭ বছর ৫০০০ এপিসোড আমি সম্পন্ন করি।’

সুদীপার কথায়, ‘রান্নাঘর থেকে আমাকে যে বাদ দিয়ে দেওয়া হল তার পেছনে আমারও কিছুটা হাত রয়েছে। আমিও তার জন্য কিছুটা দায়ী। আসলে ১৭ বছর ধরে একটা শো করছি ভালো না বাসলে তো এই শো আমি এতদিন টেনে নিয়ে আসতে পারতাম না। কিন্তু শেষের দিকে আমার মধ্যে একটা গা ছাড়া ভাব চলে এসেছিল। ভালো লাগছিল না একঘেয়ে লাগছিল। আমি দশ হাজারেরও বেশি রান্নার রেসিপি দেখিয়ে ফেলেছি এই ১৭ বছরে। আর কি দেখাবো। তাই আমিও কিছুটা আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। সব মিলিয়ে তারপরে সিদ্ধান্ত নি সরে আসার।’

Previous article50 টি সেরা স্বার্থ নিয়ে উক্তি । Quotes About Self Interest
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।