১৭ বছর ধরে জি-বাংলার রান্নাঘর সাফল্যের সাথে সঞ্চালনা করে গেছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। এরপর জি-বাংলার রান্নাঘরের নতুন সিজেন হলেও তাকে ডাকা হয় না বরং অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় সেই শো সামালাচ্ছে।
তবে জি-বাংলার রান্নাঘর থেকে বাদ পড়লেও নিজের রান্নার শো খুলে নেন অভিনেত্রী। নাম সুদীপার রান্নাঘর। নিজের ইউটিউব চ্যানেলে সেই শো সম্প্রচার করেন সুদীপা। ইতিমধ্যেই নিজের রান্নাঘরের শোয়ে ভালো সাফল্য পেয়েছেন।
এবার নতুন সুখবর দিলেন সুদীপা। এবার হিন্দি রান্নার শোতে সঞ্চালিকা। না, কোনও নতুন শো নয়। নিজের রান্নার শোকেই হিন্দিতে দেখানো হবে। নিজের ইউটিউব চ্যানেলেই এবার হিন্দিতে করবেন। এই সুখবর জানিয়ে সুদীপা লেখেন, ‘একটি নতুন রান্নার অনুষ্ঠান – “সুদীপা কি সংসার”, এখন হিন্দিতেও। আগামীকাল থেকে শুরু হচ্ছে – প্রতি বুধবার, আমার ইউটিউব চ্যানেলে।’
View this post on Instagram