নিজের বুটিকের শাড়ি পড়েই রান্নাঘরের সেটে অসাধারণ নাচ করলেন সুদীপা চট্টোপাধ্যায়, ‘আপনার শাড়ি তাও কিনব না’, বলছেন নেটিজেন

সুদীপা চট্টোপাধ্যায়

বর্তমানে যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল, তিনি হলেন জি-বাংলার রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। কিছুদিন আগে সুইগি ডেলিভারি বয়কে ঘিরে মন্তব্যে করায় নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন। এমনকি অভিনেতা অরিত্র বনিক-কে অপমান করেন লাইভে এসে। এরপর থেকে এই অভিনেত্রী সঞ্চালিকা বিরুদ্ধে ওঠে বয়কটের ডাক। এমনকি সেই প্রভাব দেখা যায় জি-বাংলার রান্নাঘরের শোয়ের টিআরপির তালিকায়।

এখন নেটিজেন কোনোমতেই তাকে সহ্য করতে পারছেন না। সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট করলেই সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে ‘অহংকারী মহিলা’ বলে তীব্র নিন্দা জানাচ্ছেন অধিকাংশ নেটিজেন। এমনকি তারা জানিয়েছেন সুদীপার বুটিকের কোন শাড়ি তারা কিনবেন না।

এসব ট্রোলিং পাত্তা না দিয়ে এবার নিজের বুটিকের সাদা রঙের একটি প্রিন্টেড শাড়ি পড়েই রান্নাঘরের সেটে এলেন সঞ্চালিকা। এমনকি পুজো উপলক্ষে জমিয়ে নাচলেনও। সেই ভিডিও নিজের সোশ্যাল একাউন্টে শেয়ার করে সুদীপা ক্যাপশনে লেখেন, “‘agomoni saree by sudipa Chatterjee”। অর্থাৎ রান্নাঘর সেট থেকেই নিজের শাড়ির বিজ্ঞাপন দিচ্ছেন। এই ভিডিও দেখে অনেক তাকে কটাক্ষ করে জানান, “আপনার শাড়ি তাও কিনব না”। আবার অনেকে তার নাচের প্রশংসা জানিয়েছেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here