‘আমায় নোংরা ভাষায় আক্রমণ করে.. আমায় মারতে আসেন…বচসা থেকে হাতাহাতি’, মাঝরাস্তায় ভয়ংকর বিপদে মুখে সুদীপা ও তাঁর ছেলে আদিদেব

সুদীপা চট্টোপাধ্যায়

নিউটাউনে যেতে গিয়ে মাঝরাস্তায় ভয়ংকর বিপদের মুখে রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়। বালিগঞ্জ থেকে নিউটাউনে দাদার বাড়ি যাচ্ছিলেন তিনি। সাথে ছিল ছেলে আদিদেব। গাড়িচালকের সাথে শুরু হয় বচসা। তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।

গতকাল অর্থাৎ রবিবার বাড়িতে গাড়ি না থাকায় ‘অ্যাপ ক্যাব’ বুক করেছিলেন অভিনেত্রী। দাদার বাড়ির উদ্দেশ্যে ছেলে আদিদেবকে নিয়ে বেরিয়ে পড়েন। ন্ডেল রো়ডে সুদীপার নিজের দোকান রয়েছে। সেখান থেকে গাড়িতে উঠেছিলেন ছেলেকে নিয়ে।

সুদীপা জানান, “বলেছিলাম পাঁচ মিনিট মিষ্টির দোকানে দাঁড় করাতে। তখনই চালক বলেন আরও একটা স্টপ যোগ করতে। কিন্তু দু’মিনিটের জন্য আমি সেটা করব কেন? তাও বলেছিলাম আমি জানি না কী করে করতে হয়, আপনি করে দিন। সেই থেকে তর্ক-বিতর্কের শুরু।”

অভিনেত্রী আরও দাবি করেন, “পার্ক সার্কাস থেকে মা উড়ালপুল ধরে নিউটাউন যাওয়ার কথা সেদিকে না গিয়ে গাড়ি অন্য দিকে নিয়ে চলে যাচ্ছিল। আমায় নোংরা ভাষায় আক্রমণ করে। বলে, মজা দেখাব। আমায় মারতে আসেন, তখন আমিও চুপ থাকিনি, ওঁর পিঠে ঘুষি দিয়েছি।”

তবে গোটা পরিস্থিতিতে খুব ভয় পেয়ে যান আদিদেব। এখনো আতঙ্কের মধ্যে রয়েছে সুদীপার ছেলে। সোমবার কড়েয়া থানায় যাবেন সুদীপা। গাড়ির নম্বর মনে রয়েছে তাঁর অভিযোগ জানাবেন তিনি। এমনটাই জানান সঞ্চালিকা অভিনেত্রী।