এই মুহুর্তে চিরসখা ধারাবাহিকের গ্রিনরুমে তোলপাড় কান্ড। ধারাবাহিকে দুই অভিনেতার মাঝের ঝামেলা উঠে এলো সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিও নিয়ে রীতিমত শোরগোল পড়েছে নেটপাড়ায়।
ধারাবাহিকে একসাথে কাজ করতে করতে সকলেই একটা পরিবারের মতন হয়ে যায়। শুটিং সেটে একসাথে খাওয়া দাওয়া হইহই করে কাটান অভিনেতা অভিনেত্রীরা। চিরসখার সেটেও তাই। এমনকি মাঝে মধ্যেই ধারাবাহিকের শুটিং এর ফাঁকের নানা মুহুর্ত সোশ্যাল মিডিয়াতে দেখা যায়।
কিন্তু এবারের দৃশ্যটি একটু অন্যরকম। গল্পে বুবলাই ও নতুন কাকুর ঝামেলার দৃশ্য চোখে পড়ল দর্শকদের। চিরসখা’র গ্রিনরুমে অভিনেতা সুদীপের উপর রীতিমতন ঝাঁপিয়ে পড়েছেন অভিনেতা বিভান। গ্রিনরুমে বসে সুদীপ মন দিয়ে স্ক্রিপ পড়ছিলেন আর সেই সময় সেখানে বিভান চিৎকার চেঁচামেচি করছিল। আর তাতেই ক্ষেপে ওঠে সুদীপ, শুরু হয় ঝামেলা।
ভিডিওতে সুদীপ কে বলতে শোনা যায়, ‘সিকিউরিটি কে টাকা দিয়ে রেখেছি যাতে ওকে ঢুকতে না দেওয়া হয়। আর সিকিউরিটি আমার টাকা খেয়ে ওকে ঢুকতে দিয়েছে।’ অন্যদিকে বিভানকে বলতে শোনা যায়, ‘আমরা জুনিয়ার বলে আমাদেরকে ঘরে বসতে দেওয়া হবে না। বাইরে দাড় করিয়ে রাখবে বাথরুমের সামনে। এটা কি মেনে নেওয়া যায়। দিনের পর দিন টর্চার করা হচ্ছে আমার সাথে।’ এমনটাই অভিযোগ করে সুদীপের প্রতি।
আদতে ঘটনাটি তেমন কিছু বিশেষ নয়। পুরো ঘটনা জুরেই মজার ছলে কথা বলছিলেন দুজনে। ভিডিওতে দুজনেই হাসতে হাসতে একে অপরের নামে নালিশ করছিলেন। যা ভীষণভাবে ভাইরাল হয়।
Instagram-এ এই পোস্টটি দেখুন