ফের বিচ্ছেদ! এবার ডিভোর্সের পথে সুদীপ-পৃথা, টিকল না দ্বিতীয় বিয়ে

অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়

যিশু-নীলাঞ্জনার পর এবার ডিভোর্সের পথে হাঁটলেন ‘চিরসখা’ ধারাবাহিকের অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। হ্যাঁ, ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘোষণা করলেন সুদীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তী। দ্বিতীয় বিয়ে ভাঙল অভিনেতার।

ফেসবুকে পোস্ট করে নিজেই সেই দুঃসংবাদ শেয়ার করলেন অভিনেতার স্ত্রী পৃথা। ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘আমরা আর একসঙ্গে নেই। আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনি ভাবে বিবাহ বিচ্ছেদ নিলাম। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব।’

প্রসঙ্গত, ২০১৩ সালে দাম্পত্য দামিণী বেণি বসুর সঙ্গে বিয়ে ভাঙার পর সুদীপের জীবনে আসে দ্বিতীয় প্রেম পৃথা। ২৫ বছরের ছোট পৃথাকে ভালোবেসেই বিয়ে করেছিলেন অভিনেতা। তাদের ২ ছেলেও রয়েছে। মাঝে  ইস্মার্ট জোড়ি অংশগ্রহণ করেছিলেন কাপল হিসাবে। তবে শেষ পর্যন্ত দাম্পত্য জীবন টিকল না।