আচমকাই চার মাসেই বন্ধ হচ্ছে এই মেগা, ঘোষণা করে দিল চ্যানেল

যেকোনো বাংলা ধারাবাহিক শুরুর আগে প্রত্যাশা থাকে চ্যানেল এবং প্রোডাকশন হাউসের। পাশাপাশি আত্মবিশ্বাসের সঙ্গে ধারাবাহিকের যাত্রা শুরু করে। তবে আজকাল ধারাবাহিকের অস্তিত্ব নির্ভর করে টিআরপির উপর যেটা আগেকার দিনে হত না।

বর্তমানে ধারাবাহিকের টিআরপি না এলে চ্যানেলের এবং প্রোডাকশন হাউস উভয় পক্ষের ক্ষতি। তখন বাধ্য হয়েই বন্ধ করে দেওয়া হয় সময়ের আগেই। সেরকমই একটি ধারাবাহিক হল ‘মিলি’। ধারাবাহিক শুরুর আগেই ধারাবাহিক নিয়ে আশাবাদী ছিলেন সকলে। কারণ মুখ্য চরিত্রে ছিলেন দক্ষ কলাকুশলীরা কিন্তু কোথাও যেন ধারাবাহিকের গল্প দর্শকের মনে ধরল না।

মিলি

টিআরপির তালিকায় শুরু থেকেই ব্যর্থ ‘মিলি’ ধারাবাহিক। কোনও ভাবেই ধারাবাহিক টিআরপি আনতে পারছে না তাও বাধ্য হয়েই বন্ধের ঘোষণা করে দিলেন চ্যানেল কর্তৃপক্ষ। অবশেষে মাত্র চার মাসের মাথায় বন্ধ হচ্ছে খেয়ালী মন্ডলের ধারাবাহিক ‘মিলি’। জানুয়ারিতেই হবে শেষ শুটিং।