টলি অভিনেতা সোহম চক্রবর্তী এখন রাজনীতির ময়দানে। রাজনীতিতে আসার পর থেকে নিজের দায়িত্ব যথাসাধ্য পালন করতে দেখা যায় তাকে। করোনা অতিমারীর সময় মানুষের পাশে ছিলেন তিনি।
তবে এবার থ্যালাসেমিয়ায় আক্রান্ত ষোলো বছর বয়সী সুচিত্রা দাসের পাশে এসে দাঁড়ালেন সোহম। সুচিত্রা দাস দমদমের বাসিন্দা, বহুদিন ধরেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। অন্যদিকে রক্তের যোগানের অভাব দেখা যায়। শোনা যায়, সুচিত্রা দাসকে যিনি রক্ত সরবরাহ করতেন, তিনি সুচিত্রার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন সোহমের।
সুচিত্রার সঙ্গে দেখা করে সোহম চক্রবর্তী তার রক্ত ও ওষুধের ব্যবস্থা করার দায়িত্ব নেন এবং মেয়েটির পরিবারকে সুচিত্রার চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করেছেন অভিনেতা।
সুচিত্রার চিকিৎসায় সাহায্য করতে সোহমের সঙ্গে যৌথভাবে এগিয়ে এসেছে হাসিখুশি ক্লাব। ক্লাবের সদস্যরা আগামীদিনে সুচিত্রার চিকিৎসার ক্ষেত্রে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রায় দুই বছর ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত সুচিত্রা। তার বাবা পেশায় একজন দর্জি। করোনা পরিস্থিতিতে সোহমকে পাশে পেয়ে কৃতজ্ঞ পুরো পরিবার।
দশম শ্রেণীর ছাত্রী সুচিত্রা জানায়, “তাঁর জীবনের অত্যন্ত খারাপ সময়ে সোহম চক্রবর্তী ভগবানের মতো এগিয়ে এসেছেন”।
সূত্রঃ hoophaap . com/soham-come-forward-to-suchitra-s-help/62261/