এই মুহুর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়িকা অপর্ণা ওরফে দিতিপ্রিয়া রায়ের মায়ের চরিত্রে দর্শকমনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। পর্দায় এক মেয়ের মা হলেও অনেকেই হয়ত জানেন না, বাস্তবে অভিনেত্রী বিয়েই করেননি। এমনকী অভিনেত্রীর বয়স শুনলেও চমকে উঠতে পারেন।
সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চে উপস্থিত ছিলেন সুচন্দ্রা। চরিত্র থেকে বেরিয়ে এসে অভিনেত্রীকে দেখে অনেকেই অবাক। ছোট ছোট চুল। বয়স যেন এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে।
প্রদায় কখনও মা, কখনও কাকিমা চরিত্রে দর্শকদের মন কেড়েছেন সুচন্দ্রা। সিধেসাধা হোক বা কুচুটে চরিত্র, সবেতেই ভীষণ পটু সুচন্দ্রা। বাস্তবে খুব বেশি বয়স না অভিনেত্রীর। ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কথা না বললেও রিপোর্ট অনুসারে সুচন্দ্রার বয়স ৩৫-এর আশেপাশে। অর্থাৎ পর্দার মেয়ে দিতিপ্রিয়ার থেকে সামান্যই বড়।
২০১০ সালে টলিউডে পা রাখেন কলকাতার মেয়ে সুচন্দ্রা। ছোটপর্দায় রানি রাসমণি ধারাবাহিক দিয়ে প্রথম নজর কাড়েন তিনি। অভিনয়ের পাশাপাশি নর্থ বেঙ্গলের এক হোমস্টেও চালান। দাওয়াইপানি-তে হোম স্টে খুলেছেন। শ্যুটের মাঝে ছুটি মিললেই সেখানে কিছুটা সময় কাটিয়ে আসেন অভিনেত্রী।
View this post on Instagram

