‘পর্দার জামাই অন্যের কাছে রাশভারী হলেও আমার কাছে…’, অনস্ক্রিন হবু জামাই অর্থাৎ জিতুকে নিয়ে মুখ খুললেন অনস্ক্রিন ‘শাশুড়ি মা’ সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়

সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়

কথা হচ্ছে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে। খুব শীঘ্রই অপর্ণাকে প্রেমের প্রস্তাব দেবেন নায়ক আর্য সিংহ রায়। আর কিছু সময়ের অপেক্ষা তার পরেই সম্ভবত আর্য-অপর্ণা’র বিয়ের পর্ব আসবে পর্দায়। সেদিক থেকে আর্য সিংহ রায় ‘বসু’ পরিবারের জামাই হতে চলেছে।

ধারাবাহিকে অপর্ণা’র মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকে একেবারেই অন্যরকম মজার ভূমিকায় তাকে দেখা যাচ্ছে। অপর্ণার মায়ের চরিত্রে দারুণ অভিনয় করছেন সুচন্দ্রা সেটা বলার অপেক্ষা রাখে না। সুস্মিতা চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পাচ্ছেন ইতিমধ্যে।

পর্দায় দিতিপ্রিয়ার মা হলেও বাস্তবে সুস্মিতা থুড়ি সুচন্দ্রার বয়সের ফারাক খুব বেশি নয়। অফ স্ক্রিনে একে অপরকে তুই করেই কথা বলেন এমনকি শুটিংয়ের পর চলে আড্ডাও। অনস্ক্রিন মেয়ে দিতিপ্রিয়াকে নিয়ে চলে গিয়েছিলেন এক রেস্তোরাঁয়। সেখান থেকে মা-মেয়ে লাইভেও আসেন। এমনকি দিতিপ্রিয়ার প্রসঙ্গে পঞ্চমুখ সুচন্দ্রা। এই প্রথম নয়, দিতিপ্রিয়ার সাথে তিনি রানী রাসমণি’তেও কাজ করেছেন। তাই পরিচিতি অনেক আগে থেকেই। দিতিপ্রিয়া যে খুব ভালো অভিনেত্রী এবং ভালো মনের মেয়ে বরাবরই বলে এসেছেন তিনি।

এতো গেল অনস্ক্রিন মেয়ের কথা কিন্তু ‘জামাই’? এবার হবু ‘জামাই’ আর্য সিংহ রায় অর্থাৎ অভিনেতা জিতু কমলকে নিয়ে মুখ খুললেন সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়।

আনন্দ বাজার অনলাইনের সাক্ষাৎকারে, অপর্ণা’র মা তথা অভিনেত্রী  সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় বলেন, “শুনেছি, আমার পর্দার জামাই নাকি অন্যের কাছে রাশভারী। আমার সঙ্গে কিন্তু মন খুলে মেশে। কথা, হাসিঠাট্টা— সবই হয়।”

অভিনেত্রী আরও জানান, এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হবেই। এখন সব খন সব ঠিক হয়ে গিয়েছে। এই মিটমাট হওয়ারই ছিল। এখন আমরা সব ভুলে, আবার সকলে মিলে দিব্যি কাজ করছি।