লীনা গাঙ্গুলি লেখা ধারাবাহিক আর সেখানে চর্চা হবে না এরকমটা খুব কম সময় দেখা যায়। লীনা গাঙ্গুলি ধারাবাহিকগুলিতে বেশ কিছু চরিত্র দর্শকদের নাড়িয়ে দিয়েছে। বর্তমানে যেমন স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে প্লুটো চরিত্র।
ধারাবাহিকে প্লুটো’র অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না দর্শক। এই চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকের নজরে এসেছে নবাগতা অভিনেতা পার্থ বেরা। গল্পের ট্র্যাকের জন্য সে সোশ্যাল মিডিয়া সেন্সেশনে পরিণত হয়েছে।
দর্শকের মতেই প্লুটো চরিত্রকে মিস করবেন পার্থ। ‘অন্য সময় প্রাইম’ এর সাক্ষাৎকারে এই প্রথম প্লুটো চরিত্র নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন।
‘অন্য সময় প্রাইম’ এর সাক্ষাৎকারে নবাগতা অভিনেতা পার্থ জানান, ‘জানতাম না প্লুটো চরিত্রের ঠিক এই পরিণতি হতে চলেছে। সবাই ভেবেছিল হয়তো খুব শোচনীয় অবস্থা থেকেও প্লুটো ফিরে আসবে। গল্পের প্রয়োজনেই তেমনটা হলো না। যখন মৃত্যুর দৃশ্যের শুটিং করছিলাম তখন ফ্লোরটা পুরো থমথমে হয়ে গিয়েছিল। শেষ দৃশ্যের শর্টটা দিয়ে উঠে দেখি ফ্লোরের সবার চোখে জল। বেরোবার সময় আমিও চোখের জল ধরে রাখতে পারিনি।’
এই তরুণ অভিনেতা আরও জানান, “ছোট থেকেই সাংস্কৃতিক আবহের মধ্যে বড় হওয়া। বাবা একজন নাট্যকর্মী। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তীব্র আকর্ষণে শহর ছেড়ে গ্রামে আসা। জার্নিটা সহজ ছিল না। একটা সময়ে জুনিয়র আর্টিস্ট হিসাবে অভিনয় করতাম। এই শহরে দিন গুজরানই যুদ্ধ ছিল। সে সব দিনের কথা মনে করতে চাই না। রাতে চোখের জলে বালিশ ভিজত। বাবা–মা চাননি আমি এই পেশায় আসি। কারণ এই লড়াইয়ের জীবনটা তাঁরা আমার জন্য চাননি। কিন্তু অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসায় আমি ছুটে এসেছি। মাঝে মাঝে ভেঙেও পড়েছি। ‘চিরসখা’-তে এমন চরিত্র আমার জন্য অপেক্ষা করছে ভাবতেই পারিনি। অন্য একটা কাজে সেটে গিয়েছিলাম। আমায় অডিশান দিতে বলা হয় । ওই দিনই আমি সিলেক্টেড হই। আমার মৃত্যু দেখানোর পরে মা ভীষণ ভেঙে পড়েছিলেন। আজ রাস্তায় অনেকেই আমায় চিনতে পারছেন। আবেগপ্রবণও হয়ে পড়ছেন। এর থেকে বেশি পাওয়া আর কী বা হতে পারে?’
সূত্রঃ https://eisamay . com/entertainment/bengali-serial-chirosakha-pluto-partha-bera-interview/200408618.cms