‘সুব্রত শর্মা আমার বাবার নামের কলঙ্ক’… বিস্ফোরক মন্তব্য শ্রুতি দাসের

শ্রুতি দাস

অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় বহুবার ট্রোলের শিকার হয়েছেন ‘জোয়ার ভাঁটা’র নিশা ওরফে শ্রুতি দাস। তবে দমে থাকার মেয়ে নন শ্রুতি। ট্রোলারদের উচিৎ জবাব দিতেও ছাড়েন না অভিনেত্রী। কাজ হোক কিংবা ব্যক্তিগত জীবন, সবকিছু নিয়েই খোলামেলা শ্রুতি।

সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় নিশাকে নিয়ে একটি পোস্ট করেন শ্রুতি। ছবির একদিকে নিশার কপাল ফেটে রক্ত ঝরছে তার যন্ত্রণা অন্যদিকে মস্তির মুডে শ্রুতি। ক্যাপশনে লেখা- ‘অভিনয়ের ভিতর অভিনয়’। এবার অভিনেত্রীর সেই পোস্ট ঘিরেই বাঁধল সমস্যা।

শ্রুতিকে কটাক্ষ করে এক নেটিজেন লেখেন,’এতদিন সিরিয়ালে লিড করতেন, এই সিরিয়ালটায় সেকেন্ড লিডের পর থেকে পুরো পুরি সাইড রোল করেই যেতে হবে, কিংবা সান বাংলা, কালার্স বাংলা এইসব চ্যানেলগুলোতে লিড রোল পাবেন’।

অভিনয় সত্ত্বা নিয়ে প্রশ্ন তোলায় কটাক্ষের পাল্টা জবাব দিতে ছাড়লেন না শ্রুতি। তবে যিনি কমেন্ট করেছেন তার নাম দেখে হতবাক অভিনেত্রী। কারণ ট্রোলারের নামের সঙ্গে তাঁর বাবার নামের মিল রয়েছে। তাই শ্রুতি লেখেন, ‘সুব্রত শর্মা আমার বাবার নামের কলঙ্ক’।

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে ইতিমধ্য়েই বড়পর্দায় সফর শুরু করেছেন শ্রুতি। তবে আপতত জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ নিয়েই ব্যস্ত শ্রুতি।