বর্তমানে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অখিলেশ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুব্রত গুহরায়। সৃজনের জ্যাঠামশাই চরিত্রটি দর্শকমহলে ভালো জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ ধারাবাহিকে ‘ধ্যাষ্টামো’ সংলাপের জন্য খ্যাতি পেয়েছেন তিনি।
সিরিয়ালে ‘জ্যাঠামশাই’-কে প্রায়ই কথায় কথায় একটা ডায়লগ বলতে শোনা যায় ‘ধ্যাষ্টামো হচ্ছে!’ তাই দর্শকেরাও তার নাম দিয়েছে ‘ধ্যাষ্টামো জেঠু’। বলাই বাহুল্য, তার চরিত্রটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
সম্প্রতি এই ধারাবাহিকে হাস্যকৌতুক চরিত্রের জন্য পুরস্কার পেলেন সুব্রত গুহরায়। বাংলা ছবি এবং টেলিভিশন অ্যাওয়ার্ডের তরফ থেকে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে হাস্যকৌতুক চরিত্রের জন্য তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।