নিম ফুলের মধু শেষ হতেই অভিনেতার মুকুটে নতুন পালক! এবার নতুন যাত্রায় পা রাখছেন সুব্রত গুহ রায়

 সুব্রত গুহ রায়

নিম ফুলের মধু ধারাবাহিক পাল্টে দিয়েছে ক্যারিয়ার গ্রাফ। যদিও অভিনেতা সুব্রত গুহ রায় একজন বড় মাপের অভিনেতা। তবে নিম ফুলের মধু ধারাবাহিকে অখিলেশ চরিত্রটি রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছে।

বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে পরিণীতা ধারাবাহিকে। এই ধারাবাহিকে সাম্প্রতিককালে বাংলার সেরার তালিকায় রয়েছে। সিরিয়ালের পাশাপাশি এবার অন্য প্রোজেক্টে কাজ করতে চলেছেন সুব্রত গুহ।

অর্পণ বসাক পরিচালিত আসন্ন ওয়েব সিরিজে ‘পাশে আছি’। আর এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলবে ‘নিম ফুলের মধু’র জেঠু তথা অভিনেতা সুব্রত গুহ রায়কে। সিরিজের মুখ্য চরিত্রে থাকবেন অভিনেত্রী অদিতি ঘোষ। নিম ফুলের মধু শেষ না হতে হতেই ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন অভিনেতা।