‘জনপ্রিয়তার লোভে…’, নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভমিতা ব্যানার্জি’র

শুভমিতা ব্যানার্জি

বাংলা গানের দুনিয়ায় বেশ জনপ্রিয় নাম শুভমিতা ব্যানার্জি। ক্লাসিক্যাল থেকে রবীন্দ্রসঙ্গীত, প্রতিটি ঘরানায় তার কন্ঠে মিশে থাকা আধুনিকতার ছোঁয়া আজও শ্রোতাদের মনে দাগ কাটে। রিয়্যালিটি শো থেকে নিজের সঙ্গীতযাত্রা শুরু করলেও গায়িকার গান শোনা গেছে বহু ছবিতে।

তবে বর্তমান প্রজন্মের উঠতি গায়িকাদের নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন শুভমিতা। নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে শুভমিতা বলেন, ‘প্রতি মাসে নতুন গান না করলেও চলে। একটা গান যদি মন ছুঁয়ে যায়, তাহলে শ্রোতারা নিজেরাই খুঁজে নিয়ে আসবে শিল্পীকে। শিল্পের প্রতি ভালোবাসা আর নিষ্ঠা থাকলে, জনপ্রিয়তার লোভে ছুটতে হয় না।’

গায়িকার কথায়, আজকের প্রজন্মের অনেক শিল্পীর মধ্যেই সাধনার অভাব রয়েছে, শুধুমাত্র স্টেজ শো আর গান গাওয়ার প্রবণতা এতটাই বেড়েছে, যে নিজের শেখার সময়টাই আর বের করতে পারছে না অনেকে।

শুভমিতা মনে করেন, আজকালকার অনেক প্রতিযোগীই ভাবেন জেতার মানেই শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। অথচ প্রকৃত শিক্ষা, মনন আর পরিবেশের প্রভাব ছাড়া শিল্পী হওয়া যায় না। শুভমিতার এই বার্তা যেন আরও একবার একজন শিল্পীর মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়।