মাত্র দেড় বছর বয়সে বাংলা সিরিয়ালে পা রাখছে শুভশ্রীর কন্যা ইয়ালিনি? মুখ খুললেন বাবা রাজ চক্রবর্তী

ইয়ালিনি

এবার নাকি বাংলা সিরিয়ালে পা রাখছেন রাজ-শুভশ্রী’র কন্যা ইয়ালিনি। তাও নাকি আবার নিজের বাবার প্রোডাকশন হাউজের ধারাবাহিকে। আর এই খবরে চারিদিকে হৈ চৈ। সত্যিই কি মাত্র দেড় বছরে অভিনয় করবে চোট ইয়ালিনি? এবার সেই নিয়ে মুখ খুললেন রাজ।

আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করা হয়েছে এক ফ্যান পেজ থেকে। ছবিতে দেখা যাচ্ছে স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে শুভলক্ষ্মীর কোলে একটি ছোট বাচ্চা। আরে এই বাচ্চাটাকেই নাকি ইয়ালিনি বলা হচ্ছে। এই বাচ্চাটা নাকি শুভশ্রীর কন্যা ইয়ালিনি। এই গুঞ্জনে কি বলছেন রাজ?

ইয়ালিনির বাবা অর্থাৎ রাজ চক্রবর্তী আনন্দবাজারকে জানান, এ রকম কিছুই হচ্ছে না। কেউ মিথ্যে খবর ছড়িয়ে ইয়ালিনির নামে।’

আসলে যেই বাচ্চাটির ছবি ভাইরাল হয়েছে সেটা মোটেই ইয়ালিনি নয়, বরং বাচ্চাটির নাম শিবা। তার বয়সও দেড় বছরের কাছাকাছি। আর এই বাচ্চাটির সাথে গুলিয়ে ফেলা হয়েছে ইয়ালিনিকে।