বড় চমক! এবার ছোটপর্দায় ফিরছেন শুভশ্রী-অঙ্কুশ

 শুভশ্রী-অঙ্কুশ

বড়পর্দার জনপ্রিয় জুটি এবার ছোটপর্দায়। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আর অঙ্কুশ হাজরা এবার একসাথে ছোটপর্দায়। না কোন, ধারাবাহিকে নয়। জি বাংলায় আসছে ড্যান্স বাংলা ড্যান্স সিজেন ১৪। আর এই শোতে বিচারকের আসনে থাকবেন শুভশ্রী গাঙ্গুলি এবং সঞ্চালকের আসনে থাকবেন অঙ্কুশ।

এই সিজনে মিঠুন চক্রবর্তী থাকবেন কিনা জানা যায়নি। এছাড়াও বিচারকদের কে কে থাকবেন তা বিস্তারিত এখনো আপডেট মেলেনি।

প্রসঙ্গত, প্রতিবারের ড্যান্স বাংলা ড্যান্স নিয়ে উত্তেজিত থাকেন দর্শকেরা। কারন এটি খুব জনপ্রিয় এবং বহু পুরোনো একটি শো। বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান প্রতিযোগীদের খুঁজে নেওয়া হয়।