একাধিক ওয়েব সিরিজে কাজ করলেও ছোটপর্দায় ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে নতুন করে পরিচিতি লাভ করেছেন অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। এটি ছিল তার প্রথম অভিনীত ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যে সকলের মন জিতে নেন ঐশানী হিসাবে।
গত আড়াই বছর ধরে পর্দায় সম্প্রচার হয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’। আর আড়াই বছরের অর্জিত অর্থ তিলে তিলে সঞ্চয় করেছিলেন ছোটপর্দার ঐশানি। এবার সেই উপার্জনের সঞ্চিত অর্থ দিয়েই নিজের মায়ের স্বপ্নপূরণ করলেন অভিনেত্রী।
মায় লোপামুদ্রা মুখোপাধ্যায়ে জন্য একটি নেইল আর্ট স্যাঁলো খুলে দিয়েছেন শুভস্মিতা। তার জন্য খরচ পরেছে প্রায় চার লাখের বেশি টাকা। পুরোটা মেগা ধারাবাহিকে কাজ করে উপার্জন করেছেন তিনি। মায়ের বহুদিনের স্বপ্ন ছিল নেইল আর্ট স্যাঁলো খোলার। আর সেই স্বপ্নপূরণ করে দিলেন মেয়ে।
আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি বড় হয়ে গিয়েছি, অভিনয়ে ব্যস্ত। আমার মা একা হয়ে পড়েছেন। মা অনেক দিন ধরেই চাইছিলেন, কিছু একটা করবেন। আমাকেই সেই দায়িত্ব দিয়েছিলেন। অনেক ভেবে তাই সালোঁ খুলে দিলাম। দুই, অনেকে হয়তো বলবেন, মায়ের এই সালোঁ ভবিষ্যতে আমারই। অর্থাৎ, ভবিষ্যতে কোনও আর্থিক সমস্যায় পড়লে এই সালোঁ বিকল্প উপার্জনের পথ দেখাবে। আমিও বিষয়টি অস্বীকার করছি না। এই কারণেই অভিনয় দুনিয়ার অনেকেই অভিনয়ের পাশাপাশি বিকল্প পেশা খুঁজে নিয়েছেন।’
অভিনেত্রী আরও জানান, ‘ছোটবেলায় মা-বাবার বিচ্ছেদ দেখেছি। ছোট থেকে একা হাতে সংসার চালাচ্ছি। অভাব কাকে বলে জানি। অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছি। তাই আর ভয় পাই না। জানি, ঠিক লড়ে নেব।’