অভিনয়ের প্রতিযোগিতায় প্রায়শই তারকাদের মধ্যে চলে রেষারেষি। এমনকি তারকার মধ্যে কে কতটা সুন্দর, কে কেমন পোশাক পড়ল তা নিয়ে চর্চা চলে হামেশাই। অনেকসময় একই পোশাকে দেখা মেলে দুই তারকার।
সম্প্রতি মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ওইদিন ওয়ান শোল্ডার নীল-হলুদ গাউনে দেখা গেল অভিনেত্রীকে। উলটোদিকে নেটপাড়ার নজরে আসে ওই একই পোশাকে নিজের প্রোফাইলে ছবি দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় না সৌমিতৃষা কুণ্ডু, একই পোশাকে কাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে? কার সাজ সবচেয়ে বেশি শিরোনামে উঠে আসল? এই সমস্ত প্রসঙ্গের মাঝেই রাজ ঘরণী শুভশ্রী বেশ ভালোভাবেই একসেপ্ট করেছেন ব্যাপারটা। এমনকি সৌমিতৃষার ইনস্টাগ্রাম পোস্টে লাইকও দেন রাজ ঘরণী।
রাজ-শুভশ্রীর সঙ্গে বেশ ভালোই সম্পর্ক মিঠাই রানীর। টলিউডের তারকা দম্পতির পোস্টে লাইক-কমেন্ট করতে দেখা যায় সৌমিতৃষাকে।