টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে প্রায় সকলেই চিনি। মাঝেমধ্যে বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চায় উঠে আসেন দেবশ্রী। ফের আবার সমালোচনার মুখোমুখি হলেন তিনি।
কিছুদিন আগে অভিনেত্রী মল্লিকার বিয়েতে হাজির ছিলেন শুভশ্রীর দিদি। এদিন অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর দেখে কটাক্ষ করেন নেটিজেনরা। অনেকেই বলেন আবার বিয়ে করেছেন দেবশ্রী।
তুমুল কটাক্ষের শিকার হওয়ার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনকে দেবশ্রী জানান, মল্লিকার বিয়েতে সিঁদুরে পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি। সে দিন আমি যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম তাঁর সঙ্গে সিঁদুরটা মানানসই। সেটা না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল তাই পরেছি। আর আমি তো বিবাহবিচ্ছিন্না, বিধবা নই। আমার সন্তানের বাবা এখন বেঁচে আছেন। তাই আমি সিঁদুর পরতেই পারি। আর সিঁদুর পরার জন্য এত কিছুর ভাবার দরকার সত্যিই আছে কি? আমি এমন কিছু করছি না সমাজের ক্ষতি হচ্ছে।’
প্রসঙ্গত, প্রথম বিয়ের পর দ্বিতীয় বিয়ে করেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় কিন্তু সেই বিয়েও টেকে না। তাই অভিনেত্রীর মাথায় সিঁদুর দেখেন অনেকে ভেবেছিলেন তিনি চুপিসারে আবার তৃতীয় বিয়েটা সেরে নিয়েছিলেন।